টাটা স্টিল কোম্পানির তরফে ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি । TATA STEEL Recruitment 2024

আপনার কি ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা (AICTE/UGC স্বীকৃত) অথবা নির্দিষ্ট কারিগরি শিক্ষা কেন্দ্র থেকে ইলেকট্রনিক্স/মেকাট্রনিক্সে ডিপ্লোমা রয়েছে ? এবং দীর্ঘ দিন ধরে ভালো চাকরির খোঁজ করছিলেন, আপনার জন্য আমার কাছে , দারুন সুখবর রয়েছে।

Tata Steel Ltd., Kalinganagar  নিয়োগের বিজ্ঞপ্তি অনুজাই Junior Engineer -1 (TSK D1 Grade) পদে কর্মী নিয়োগ হতে চলছে। আগ্রহী আবেদনকারীর কাছে নূন্যতম ৫৫% মার্ক্স্ ডিপ্লোমা কোর্স থাকা প্রয়োজন। Tata Steel Ltd., Kalinganagar যোগ্য চাকরি প্রার্থীদের Junior Engineer -1 (TSK D1 Grade) পদের জন্য স্থায়ী ভাবে নিয়োগ করতে চলেছেন।

নির্দিষ্ট শূন্যপদের সংখ্যা প্রকাশিত না হলে ও অনেক সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে সরাসরি লিখিত ও ইন্টারভিউর মাধ্যমে। তবে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন সত্তর আবেদন করেদিন 20th May 2024 এর পূর্বে।

এই Tata Steel Junior Engineer 2024 বিজ্ঞপ্তির খুঁটিনাটি বিষয়বস্তু জানতে এই প্রতিবেনটি পড়ুন –

TATA STEEL Recruitment 2024

Tata Steel JE Recruitment 2024

পদের নাম – Junior Engineer -1 (TSK D1 Grade)

অথরিটির নাম – Tata Steel Ltd.

শূন্যপদ সংখ্যা – প্রকাশিত নেই

শিক্ষাগত যোগ্যতা –

  • আবেদন কারীর কাছে AICTE or UGC দ্বারা স্বীকৃত যেকোন ইনস্টিটিউট থেকে বৈদ্যুতিক/ইলেকট্রনিক্স/ইন্সট্রুমেন্টেশন/মেকানিক্যাল/প্রোডাকশন/মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ তিন (3) বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা থাকতে হবে।

অথবা,

  • RD Tata Technical Education Centre, জামশেদপুর থেকে ইলেকট্রনিক্স/মেকাট্রনিক্সে ডিপ্লোমা থাকতে হবে।

অথবা,

  • JN Tata Technical Education সেন্টারে গোপালপুর থেকে ইলেকট্রনিক্স/মেকাট্রনিক্সে ডিপ্লোমা থাকতে হবে।

Diploma in Electrical & Electronics/Mechatronics from Tata Steel Technical Institute, Burmamines Candidates with part-time/Correspondence/Distance Learning will not be eligible.

বাধ্যতামূলক অভিজ্ঞতা –

ন্যূনতম তিন (3) বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে (শিক্ষার সময়কাল ব্যতীত), বিশেষত একটি স্টিল প্ল্যান্টে ডিপ্লোমা যোগ্যতা অর্জন এর পর।

Marks – General প্রার্থীদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম 55% নম্বর, SC/ST প্রার্থীদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম 50% নম্বর থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা –  প্রার্থীর জন্ম 1st May 1984 – 1st May 2006 মধ্যে হতে হবে।

নির্বাচন পদ্ধতি – লিখিত ও ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ হতে চলেছে।

মাসিক বেতন – নির্বাচনের পর যোগ্য Junior Engineer -1 (TSK D1 Grade) পাবে মাসিক 17,530/- per month এর কাছাকাছি । পরবর্তীতে উচ্চমানের বেতন Rs. 5.6 LPA।

আবেদনের সময়সীমা

Date of Notification 30.04.2024
Last Date of Application20.05.2024

আবেদন পদ্ধতি

  • অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
  • প্রথমে আমাদের আর্টিকেলটি পড়ুন এবং অফিসিয়াল নোটিফিকেশনটিও ডাউনলোড করে নিতে পারেন।
  • Important Link সেকশন এ গিয়ে Apply Online লিংক এ ক্লিক করুন। এবং সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন।
  • একটি এপ্লিকেশন ফর্ম দেখতে পাবেন , সেখানে Personal Details , Contact Details , Academic Qualification , Technical Qualification , Work Experience এবং ডকুমেন্ট আপলোড করে সাবমিট করুন।

Important Links

Official Website CLICK HERE
Official NotificationCLICK HERE
Apply Online CLICK HERE

নিয়মিত চাকরির খবর পেতে আমাদের চ্যানেলএ যুক্ত হতে পারেন –

Leave a Comment